Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, পবা, রাজশাহী।

 

ক্রমিক

কার্যসমূহ

প্রয়োজনীয় কাগজ বা দলিলসমূহ

ধার্যকৃত ফি/চার্জ

১।

ভোটার তালিকায় নাম অন্ত:ভুক্তিকরণ : বাংলাদেশের নাগরিক, আঠারো বছর বয়স, সংশ্লিষ্ট ভোটার এলাকা বা , নির্বাচনি এলাকার অধিবাসী বলে গণ্য হন।

১। নিবন্ধন ফরম নম্বর-২

২। জন্ম নিবন্ধন সনদ এর সত্যায়িত ফটোকপি (On Line)

৩। পিএসসি/জেএসসি/জেডএসসি/এসএসসি/দাখিলসনদ সত্যায়িত ফটোকপি

৪। বাড়ী ভাড়া/পৌর কর রশিদ/বিদ্যুৎ/পানির বিলের সত্যায়িত ফটোকপি

৫। নাগরিক সনদ এর সত্যায়িত ফটোকপি

৬। পিতা, মাতা, স্বামী বা স্ত্রীর আইডিকার্ড এর সত্যায়িত ফটোকপি

৭।  সংশিস্নষ্ট কাউন্সিলর এর প্রত্যয়নপত্র

৮। বাড়ী  মালিকের প্রত্যয়নপত্র (ভাড়া বাড়ীর ÿÿত্রে)

৯। প্রবাসীদের জন্য পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি (সর্বশেষ Arrival date সহ)

১০। দ্বৈত নাগরিকদের ÿÿত্রে Home Ministry কর্তৃক NOC দাখিল করতে হবে

১১। আবেদনকারীকে স্বহসেত্ম আবেদন করতে হবে।

ফি/চার্জ প্রযোজ্য নয়

২।

ভোটার এলাকা স্থানান্তরঃ

 এক ভোটার এলাকা থেকে অন্য ভোটার এলাকা বা এক নির্বাচনি এলাকা থেকে অন্য নির্বাচনি এলাকায় স্থানামত্মরকরণ।

১।  ফরম নম্বর-১৩

২। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রদানকৃত নাগরিক সনদ।

৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রত্যয়ন পত্র।

৪। এনআইডি কার্ড (NID) এর সত্যায়িত ফটোকপি

৫। বাড়ী ভাড়া/পৌর কর রশিদ/বিদ্যুৎ/পানির বিলের সত্যায়িত ফটোকপি

৬। বাড়ী মালিকের প্রত্যয়নপত্র (ভাড়া বাড়ী ÿÿত্রে)

৭। পিতা, মাতা ,স্বামী বা স্ত্রীর আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি

৮।  বিবাহসূত্রে স্থানামত্মরের ÿÿত্রে বিয়ের কাবিননামা এর সত্যায়িত ফটোকপি

৯। আবেদনপত্রে আবেদনকারীর স্বাÿর আইডিকার্ডে প্রদত্ত স্বাÿরের অনুরম্নপ  হতে হবে।

ফি/চার্জ প্রযোজ্য নয়

৩।

কর্তনকরণঃ-

ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনকরণ।

১। ফরম-১২

২। পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক মৃত্যু সনদপত্র এর সত্যায়িত ফটোকপি

 

ফি/চার্জ প্রযোজ্য নয়

৪।

জাতীয় পরিচয়পত্র নবাযনকরণঃ

জাতীয় পরিচয়পত্র ইস্যুর তারিখ হতে ১৫ বছরকাল অতিক্রম হলে নবায়ন করতে হবে।

১। ফরম-৫

২। মূল আইডি কার্ড

৩। ট্রেজারী  চালান (ফি) এর মূলকপি

৪। ট্রেজারী  চালান (ভ্যাট) এর  মূলকপি

৫। আবেদনপত্রে আবেদনকারীর স্বাÿর আইডিকার্ডে প্রদত্ত স্বাÿরের অনুরম্নপ হতে হবে।





৫।

হারানো/নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিঃ-

১। ফরম-৬

২। জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর উলেস্নখ করে যে কোন থানায় জিডির মূলকপি

৩। হারানো/নষ্ট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে)

৪। ট্রেজারী চালান ভ্যাট সহ ফি এর মূলকপি

৫। আবেদনপত্রে আবেদনকারীর স্বাÿর আইডিকার্ডে প্রদত্ত স্বাÿরের অনুরম্নপ হতে হবে।



           

 

ক্রমিক

কার্যসমূহ

প্রয়োজনীয় কাগজ বা দলিলসমূহ

ধার্যকৃত ফি/চার্জ

জাতীয় পরিচয়পত্র সংশোধনঃ-

জাতীয় পরিচয়পত্রে  ছবি, বাংলা বা  ইংরেজীতে নিজের নাম, পিতার নাম , মাতার নাম, স্বামীর নাম,জন্ম  তারিখ, ঠিকানা, রক্তের গ্রম্নপ ও নিজের স্বাÿর ইত্যাদি তথ্য সংশোধনকরণ।

১।  ফরম-২

২। জাতীয় পরিচয়পত্রের মূলকপি জমা দিতে হবে

৩। শিÿাগত যোগ্যতার ন্যূনতম পিএসসি/জেএসসি/এসএসসি/সমমান হইলে সত্যায়িত ফটো কপি

৪। পাসর্পোট/জন্মনিবন্ধনসনদ/ড্রাইভিংলাইসেন্স/ট্রেড লাইসেন্স/কাবিন

     নামার সত্যায়িত ফটোকপি।

৫। চাকরী জীবিদের জন্য ফরওয়ার্ডিং দাখিল করতে হবে।

৬। চাকুরীবই/ মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) এর সত্যায়িত ফটোকপি।

৭। অফিস প্রধানের প্রত্যয়ন পত্র।

৮। পেনশন/অবসর ভাতা বহির সত্যায়িত ফটোকপি

৯। ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তন করতে হলে আদালত কর্তৃক সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মূলকপি।

১০। বিবাহ বিচ্ছেদের কারণে নামসংশোধন করতে হলে কাবিননামা/ তালাকনামার সত্যায়িত ফটোকপি

১১। ঠিকানা পরিবর্তনের কারণে (বাসা/হোল্ডিং/গ্রাম/গ্রাম/রাসত্মা/ডাকঘর) সংশোধনের ÿÿত্রে সঠিক ঠিকানার স্বপÿÿ  বাড়ি দলিল/ টেলিফোন, গ্যাস বা পানির বিল /  বাড়ি ভাড়ার চুক্তিপত্র/ বাড়ি ভাড়া রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

১২। রক্তের গ্রম্নপ সংযোজন বা সংশোধনের ÿÿত্রে উহার স্বপÿÿ ডাক্তারী সনদপত্র  জমা দিতে হবে

১৩। শিাগত যোগ্যতা সংশোধনের জন্যজাতীয় পরিচয়পত্রধারীর সর্বোচ্চ

  •  

১৪। টিআইএন/ ড্রাইভিংলাইসেন্স নম্বর/পাসর্পোট নম্বর সংশোধনের ত্রেপ্রয়োজনে টিআইএনসনদ/ ড্রাইভিংলাইসেন্স/ পাসর্পোটের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে

১৫। অন্যবিধ যে কোনো সংশো ধনের ÿÿত্রে উক্তরম্নপ সংশোধনের স্বপÿÿ উপযুক্ত সনদ, দলিল ইত্যাদি এর সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে

১৬। অসম্পূর্ণ বা ত্রম্নটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হবে

১৭। ট্রেজারী চালান ভ্যাট সহ ফি এর মূলকপি

১৮। আবেদনপত্রে আবেদনকারীর স্বাক্ষর আইডিকার্ডে প্রদত্ত স্বাক্ষর এর অনুরুপ হতে হবে।



সার্টিফাইড কপি (অবিকল কপি)ঃ-

১। সাদা কাগজে স্বহসেত্ম উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করতে হবে।


 

 

বি: দ্র: প্রত্যেক আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি-এর সাথে ১৫% ভ্যাট যোগ করতে হবে।

 

ক) প্রযোজ্য ফি বা চার্জ জমাদানের কোড =’’১-০৬০১-০০০১-১৮৪৭’’

বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা, রাজশাহী

 

খ) প্রযোজ্য ফি বা চার্জ জমাদানের উপর ১৫% ভ্যাট প্রাদনের কোড = ’’ ১-১১৩৩-০০২০-০৩১১ ’’

বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা, রাজশাহী।

আদেশক্রম কর্তৃপÿ